Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে বিপর্যস্ত সরকার, রাশিয়া-ইরান নাগরিকদের সরিয়ে নিচ্ছে

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে বিপর্যস্ত সরকার, রাশিয়া-ইরান নাগরিকদের সরিয়ে নিচ্ছে

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে বিপর্যস্ত সরকার, রাশিয়া-ইরান নাগরিকদের সরিয়ে নিচ্ছে

সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। শুক্রবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহের মধ্যেই আলেপ্পো ও হামা শহর দখলে নিয়েছে এবং এখন হোমস শহরের দিকে এগিয়ে যাচ্ছে। শহরে বড় ধরনের লড়াইয়ের আশঙ্কায় লোকজন এরই মধ্যে শহর ছেড়ে চলে যেতে শুরু করেছে।

এই বিদ্রোহীদের অগ্রযাত্রায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার একনিষ্ঠ সমর্থক রাশিয়া ও ইরানের জন্য ঝুঁকি বেড়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সিরিয়ার কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার এবং তাদের পরিবারসহ বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিচ্ছে। রাশিয়া একই পথে হাঁটছে। সিরিয়ার রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ায় বসবাসরত নাগরিকদের অপারেটিং বিমানবন্দরের মাধ্যমে বাণিজ্যিক ফ্লাইটে দেশ ত্যাগ করতে বলেছে।

কূটনৈতিক মিশনের বিবৃতিতে, রাশিয়া সিরিয়ায় একটি কঠিন সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছে। দ্য মস্কো টাইমস জানিয়েছে, বিদ্রোহী জোট ২৭ নভেম্বর উত্তর সিরিয়ায় রাশিয়া এবং ইরান-সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার জন্য আক্রমণ শুরু করে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াইয়ের পর বহু সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি সিরিয়ায় রাশিয়ান সমন্বয় কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার হামা, ইদলিব এবং আলেপ্পোর গ্রামাঞ্চলে বিদ্রোহীদের সদর দফতর লক্ষ্য করে রাশিয়ান-সিরিয়ান বিমান হামলায় অন্তত ২০০ বিদ্রোহী নিহত হয়েছে।

২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিদ্রোহের পর থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। রাশিয়া, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সহযোগিতায় আসাদ সরকার অনেকাংশে দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। কিন্তু সম্প্রতি, বিদ্রোহীদের অগ্রযাত্রার ফলে আসাদের পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert